ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় বছর বয়সেই জুহিকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন ইমরান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিনিয়র অভিনেত্রীদের প্রতি অল্প বয়সী অভিনেতাদের একটু আধটু আকর্ষণ কিন্তু থাকেই। একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের ঘটনাও শোনা যায় প্রচুর। কিন্তু বলিউডে ঘটেছিলো একদম ব্যতিক্রমী এক ঘটনা। আমির খানের ভাগ্নের বয়স যখন ছয় তখনই সে প্রেমের প্রস্তাব দিয়েছিলো অভিনেত্রী জুহি চাওলাকে! ইমরানের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে এই দারুন তথ্য সামনে আনেন জুহি নিজেই।

জুহি লিখেন, ‘ইমরান আমাকে প্রেমের প্রস্তাব দেয় যখন ওর ছয় বছর বয়স। হীরে বেছে নেওয়ার নজর তার মধ্যে তখন থেকেই ছিল, আমার খুদে অভিনেতাকে শুভেচ্ছা।’’

ইমরান, আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এবং ‘জো জিতা ওহী সিকান্দর’ সিনেমাতে। পরবর্তীতে বলিউডে বেশ কিছু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়। 

তবে বহুদিন ধরে নিজেকে সরিয়ে রেখেছেন অভিনয় জগত থেকে। পরিচালক হিসেবেও কাজ শুরু করেছিলেন, তবে সাফল্য সেভাবে আসেনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি