ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অস্কারের উপস্থাপনায় সেলেনা গোমেজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৬ জানুয়ারি ২০২২

এবারের অস্কারের উপস্থাপনায় সেলেনা গোমেজের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি সঙ্গে থাকবেন তার ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিনেমার সহশিল্পী স্টিভ মার্টিন এবং মার্টিন শর্ট। এমনটাই জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে।

গত তিন বছর অস্কারের অনুষ্ঠানে কোনো উপস্থাপক ছিল না। তবে কয়েকদিন আগেই জানা গেছে, এবছরের অস্কারে উপস্থাপক থাকছে। 

এরপরেই উপস্থাপক কে হতে যাচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরমধ্যেই আর্ন্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সেলেনা গোমেজ উপস্থাপনা করতে পারেন এবারের অস্কার।

সেলেনা ছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে টম হল্যান্ডের নাম। এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু ওরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ জানিয়েছেন, শিগগির উপস্থাপকের বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

২০১৭ ও ২০১৮ সালে অস্কারে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন জিমি কিমেল। তার উপস্থাপনা প্রশংসিত হয়েছে। তবে এরপর টানা তিন বছর অস্কারে কোনো উপস্থাপক রাখা হয়নি।

৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

সূত্র: ভ্যারাইটি
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি