ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

চলে গেলেন ভারতের থিয়েটারকর্মী শাঁওলি মিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৭ জানুয়ারি ২০২২

৭৩ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব শাঁওলি মিত্র। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে মারা যান তিনি।

পরে জনসমাগম এড়িয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও থিয়েটার কর্মী অর্পিতা ঘোষ।

অর্পিতা জানান, শাঁওলি মিত্র হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতায় ভুগলেও হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

রোববার তার পরিস্থিতির অবনতি হয়। তিনি জানান, মৃত্যুর আগে শেষ ইচ্ছাপত্র রেখে গেছেন শাঁওলি। তাতে শেষকৃত্য জনসমাগম এড়িয়ে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে অভিনয় করেন শাঁওলি মিত্র। ‘বিতত বীতংস’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’র মতো একাধিক কালজয়ী নাটকেও অভিনয় করেছেন তিনি।

২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শাঁওলি মিত্র। এছাড়াও সম্মানিত হয়েছেন সঙ্গীত-নাটক অকাদেমি (২০০৩) এবং বঙ্গ-বিভূষণ (২০১২) সম্মানে।

শাঁওলি মিত্র ছিলেন থিয়েটার ব্যাক্তিত্ব দম্পতি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি