ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সালমানের মধ্যরাতের গোপনীয়তা ফাঁস করলেন নায়িকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৮ জানুয়ারি ২০২২

লারা দত্ত ও সালমান খান

লারা দত্ত ও সালমান খান

যে কোনও আলোচনায় চর্চার শীর্ষে থাকেন তিনি। বলিউডের ফিটম্যান সালমান খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি চর্চার শীর্ষে উঠে এসেছে ভাইজান খ্যাত অভিনেতার তেমনই এক আলোচনা।

মুম্বাই সংবাদমাধ্যমের কাছে সালমান খান সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারার কাছে জানতে চাওয়া হয়, তাঁর কোন সহকর্মীর দীর্ঘ দিনের অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি? 

লারা স্পষ্ট জবাবে বলেন সালমান খানের কথা। বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী বলেন, ‘সালমান এখনও আমায় মধ্য রাতে ফোন করে। আসলে ওই সময়েই সালমান জেগে থাকেন, তাই ফোন করেন।’ 

লারার এই স্পষ্ট জবাব নিয়ে অনুরাগীদের কাছে চর্চা এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, তবে কি সালমান লারার সঙ্গে নিভৃতে সময় কাটান? যদিও এই বিষয়ে কোনও কথা বলেন নি লারা।

প্রায় ১৯ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে তিনি জানান, এত দিন ধরে যে ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলেন, এখন তেমনই কাজ করতে পারছেন তিনি। 

দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারাকে যখন বলা হয় ‘কিং’ শব্দ বলতে তিনি কী বোঝেন? লারা দত্ত বলেন, ‘অমিতাভ বচ্চন’। অন্যদিকে মডেল দুনিয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘গত ১৮ মাসে মডেল দুনিয়া তো শেষ হয়ে গেছে।’

২০০৩ সালে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন লারা। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগাম ভাগ’, ‘পার্টনার’, ‘হাউজফুল’-সহ বলিউডের একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।

বর্তমানে লারা দত্ত কাজ করছেন তাঁর ক্যারিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ ‘কৌন বানেগা শিখরবতী’। এই সিরিজে তিনি নাসিরউদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান-সহ আরও অনেকের সঙ্গে কাজ করবেন। সূত্র- আনন্দবাজার অনলাইন

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি