ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোভিডে আক্রান্ত অভিনেতা ফারদিন খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আরও এক বলি তারকা করোনার কবলে। এবার আক্রান্ত হলেন প্রাক্তন অভিনেতা ফারদিন খান। তবে তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই বলে জানা যায়। বুধবার অভিনেতা নিজেই বিষয়টি টুইট করে নিশ্চিত করেন।

টুইটে লিখেন, ‘‘করোনা পজিটিভ। আমি উপসর্গহীন। করোনা থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা। বাকিদের জন্য আমার অনুরোধ, কোন রকম সন্দেহ হলে, করোনা পরীক্ষা করিয়ে নিন। কারণ এই ভাইরাস শিশুদেরও সংক্রমিত করছে। সবাইকেই খুব সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হ্যাপি আইসোলেশন।’’

এবারের ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। প্রায় সবাই হোম আইসোলেশনে আছেন।

ফারদিনকে সর্বশেষ ‘তড়প’ সিনেমার প্রিমিয়ারে দেখা গিয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও ভক্তদেরকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটা জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি