ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা’কে হারালেন সংগীতশিল্পী শান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৫৮, ২১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় গায়ক শান। খুব অল্প বয়সেই বাবা মানস মুখোপাধ্যায়কে হারান এই শিল্পী। এবার হারালেন মা সোনালী মুখোপাধ্যায়কেও। সংগীতশিল্পী কৈলাশ খের টুইট করে শানের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।  

কৈলাশ লেখেন, ‘‘আমার বড় ভাই শানের মা প্রয়াত হয়েছেন, ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি। তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যাতে শান এবং তার পরিবার যেন এই কঠিন সময়ে দুঃখ সহ্য করার শক্তি পান।’’

খুব অল্প বয়সেই বাবা মানস মুখোপাধ্যায়কে হারান শান। সেই সময় তার  বয়স ছিল মাত্র ১৪ বছর। তারপর তার মা সোনালী মুখোপাধ্যায় একা হাতে মানুষ করেন তাদের দুই ভাই-বোনকে। শানের মা পেশায় নিজেও একজন গায়িকা ছিলেন।

বেশ কয়েক বছর আগের একটি সাক্ষাৎকারে শান তার মাকে নিয়ে বলেছিলেন, ‘‘আমি সংগীতকে পেশা হিসেবে বেছে নিতে পেরেছি তার অন্যতম কারণ ছিল আমার মা।’’ 

মায়ের মৃত্যুর পর প্রথমে শানের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরে নিজের ইনস্টগ্রাম প্রোফাইলে মাকে হারানোর শোকবার্তা দেন তিনি।

সূত্র: এই সময়
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি