ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১০১ টাকা কাবিনে বিয়ে হল রাজ-পরীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২৩ জানুয়ারি ২০২২

জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন রাজ-পরী। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরী দম্পতি।

তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো।

বিয়ের জন্য রাজ ও পরী বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙ এর পোশাক। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

এছাড়া দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যও বিয়ের আনুষ্ঠানিকতা ও আয়োজন করা হয়েছে। 

এদিকে বিয়ের আসরে নাকি কেঁদে উঠেছিলেন পরী।

আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি