ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেকে এখনও উঠতে বসতে মারেন রচনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ছেলে-মেয়ে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে, এ যেনো এক চিরন্তন। কথা না শুনলেই সন্তানদের শাসনে বয়স কোনও বিষয় নয়! আর এ যে সব মায়ের ক্ষেত্রে একরকম তা প্রমাণ হল সম্প্রতি পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী’র কথাতেই। কথা না শুনলে এখনও তার ছেলের পিঠে পড়ে চড়-চাপড়! এ ভাবেই একমাত্র ছেলেকে শাসন করেন রচনা ব্যানার্জী। এ কথা জানালেন নিজেই।

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’-এর মঞ্চে এমনটাই বলেছেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জী। 

অনুষ্ঠানে রচনা ব্যানার্জী বলেন, ‘‘দু-তিন বার ভাল করে বলি। বোঝানোর চেষ্টা করি। না শুনলে পিঠে চড়-চাপড়! খালি হাতেই পিটিয়ে দিই।’’

অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই অভিনেত্রীদের আলাপচারিতায় উঠে এসেছে সন্তান শাসনের পদ্ধতি। তখনই ফাঁস, রচনা এখনও তার ছেলে প্রনীলকে রীতিমতো শাসন করেন! ছেলে তাই প্রায়ই নাকি আফসোস করে বলে, ‘‘এত বড় হয়ে গেলাম, এখনও মারবে! আর কত মার খাব?’’ রচনার সোজা উত্তর, ‘‘দরকারে বিয়ে করতে যাওয়ার আগে আমার হাতে মার খেতে হবে তোকে।’’

২৩ জানুয়ারির এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র, স্মৃতিকা মজুমদার এবং তাদের ছেলেরা। অতিমারির কারণে শিশুরা ঘরবন্দি। কিছুক্ষণের জন্য তাদের বদ্ধ জীবনে মুক্তির স্বাদ আনতেই চ্যানেলের এই আয়োজন।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি