ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সত্যি কি আরবাজের থেকে ডিভোর্স চাননি? কী বললেন মালাইকা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

যদিও আলাদা হয়ে যাওয়ার পরেও দুই তারকার মধ্যে সম্পর্ক ভালো। ছেলের সব দায়িত্বও দু'জনে একসাথেই নিয়ে থাকেন। একসময় বলিপাড়ার পারফেক্ট কাপলদের মধ্যে নাম আসত মালাইকা আরোরা আর আরবাজ খানের। খান পরিবারের এই বউ সবাইকে অবাক করে দিয়ে যখন ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেন তখন অবাক হয়েছিল অনেকেই। তবে, কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা, সেই বিষয়ে কখনোই কথা বলতে দেখা যায়নি তাকে। শুধু জানিয়েছিলেন, ‘একসাথে অসুখী থাকার চেয়ে আলাদা সুখে থাকা ভালো। আর তাদের ছেলেও সেটা বুঝেছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে শোনা যায় মালাইকাকে। জানান, ডিভোর্স নেওয়ার আগে তার মাথায় অনেক কিছু খেলা করছিল। যার মধ্যে ছিল আশেপাশের মানুষ কী বলবে, ১৯ বছরের আরহানের মধ্যে এই নিয়ে কী প্রভাব পড়বে। তবে তিনি জানতেন নিজের সিদ্ধান্ত নিয়ে তাকে স্থির থাকতে হবে, কেননা এটা অনেকগুলো মানুষের উপর প্রভাব ফেলবে। 

তিনি বলেন, অনেক কিছু আমার মাথার মধ্যে চলছিল। পরিবারের চাপ ছিল, আমাকে ভাবতে হয়েছিল এতে আমার ছেলের উপর কী প্রভাব পড়বে, আমি কীভাবে এটার সাথে মানিয়ে নেব, সমাজ কী বলবে, আমি আদৌ কাজ পাব তো-- সব কিছু চলেছিল আমার মাথার মধ্যে। হয়তো এটা আমার জীবনের সবথেকে খারাপ একটা সময়। এমন এক উত্থান-পতন যার সাথে মানিয়ে নিতেই আমার অনেকটা সময় চলে গিয়েছে। কারণ এটা শুধু আমার উপর প্রভাব ফেলেনি, আমার গোটা পরিবারের উপর ফেলেছিল। আমার বাচ্চাটাও এর সাথে জড়িত ছিল।’

মালাইকা জানান, তিনি আর আরবাজ দু'জনে মিলে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেন। কারণ তারা বুঝেছিলেন এটাই ভালো হবে সবার জন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন আরবাজ-মালাইকা। ২০১৭ সালে আইনি মতে বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আছেন মালাইকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি