ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বাড়ি কিনলেন অক্ষয়, দাম কত জানেন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউডে এই সময়ের অন্যতম বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা অক্ষয় কুমার। মুম্বাইয়ের খার অঞ্চলের এক বিলাসবহুল আবাসনের ১৯ তলায় নতুন একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। ৭ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি কিনেছেন অক্ষয়।

জানা যায়, ৭ জানুয়ারি এই বাড়ির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। মোট ১৮৭৮ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে অক্ষয়ের এই নতুন বাড়ি। সেখানে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে।

শোনা যাচ্ছে, বাড়ি কেনার আগে নিজের অফিস বেচেছেন অভিনেতা। মুম্বাইয়ের আন্ধেরিতে ৫ হাজার ৩৫৯ বর্গফুটের অফিসটি ৯ কোটি রুপিতে বেচেছেন অভিনেতা। সেই টাকা দিয়েই হয়তো নতুন বাড়ি কিনলেন তিনি।

নতুন কেনা বাড়িটি ছাড়াও ভারতের গোয়া ও পশ্চিম আফ্রিকার দেশ মরিশাসে সম্পত্তি আছে অভিনেতার। অক্ষয় নিজে অবশ্য স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে থাকেন জুহুর এক বিলাস বহুল ডুপ্লেক্স বাড়িতে।

বলা যায়, এই মন্দার বাজারেও অক্ষয়ের ‘লক্ষ্মী’ লাভে কোনও ঘাটতি হয়নি। প্রেক্ষাগৃহে ‘সূর্যবংশী’ মুক্তি পেতেই বক্স অফিস মাতিয়েছে। দিন কয়েক আগেই আবার শোনা গিয়েছিল, তার আগামী ছবির জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলিউডের ‘বস’। এমনকি টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিঞা ছোট মিঞা’র জন্যও ভালই দর হেঁকেছেন তিনি।

এদিকে ওটিটি-তে সদ্য মুক্তি পেয়েছে ‘অতরঙ্গি রে’ । হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘ওহ মাই গড টু’র মতো একাধিক সিনেমা রয়েছে এই তালিকায়। 

২০১৭ সাল থেকে তার প্রায় সব সিনেমাই ১০০ কোটি রুপির উপরে ব্যবসা করেছে। আর প্রতি বছরই নিয়ম করে চারটি সিনেমা মুক্তি দেন অভিনেতা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি