ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছবি তুলতে গিয়ে উলটে পড়লেন পাপারাৎজি, সাহায্যে ছুটলেন নায়িকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:৩৯, ২৭ জানুয়ারি ২০২২

বলিউড সিনেমা ‘দঙ্গল’ অভিনেত্রী সানিয়া মালহোত্রার ছবি লুকিয়ে তুলছিলেন এক পাপারাৎজি। এমন সময় হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি। ঠিক এমন সময় ওই পাপারাৎজিকেই সাহায্য করতে ছুটলেন নায়িকা। আর এই ঘটনাটিই ভিডিও করে ফেলেছেন একজন। সেই ভিডিওটিই আবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

পড়ে যাওয়া পাপারাৎজিকে তুলতে গিয়ে সানিয়ার প্রথম প্রশ্ন, ‘লাগেনিতো আপনার?’, উনি ঠিক আছেন কিনা, বার বার জিজ্ঞেস করেন সানিয়া। অভিনেত্রী বলেন, ‘আস্তে, আগে নিজের পায়ের দিকে খেয়াল করুন’।

সানিয়ার এই আচরণে নেটমাধ্যমে প্রশংসাও পেয়েছেন তিনি। 

সনিয়া মালহোত্রাকে ‘শ্যাম বাহাদুর’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। সানিয়ার ‘দঙ্গল’ ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখ এই ছবিতে রয়েছেন। অভিনেত্রীকে শেষবার নেটফ্লিক্সের ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিমন্যু দাসানি। ‘দঙ্গল’, ‘পাটাকা', ‘বাধাই হো’, ‘লুডো’ এবং ‘পাগলাইট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সানিয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি