ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাকা ছড়ানোর অভিযোগ নিপুণের, অস্বীকার করলেন জায়েদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:৩০, ২৮ জানুয়ারি ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।

ভোট শুরু হওয়ার কিছু পরেই নিপুণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জায়েদ খান সবার সঙ্গে না দাঁড়িয়ে আলাদা থাকছেন, এবং এ সময় এফডিসির মূল গেইটে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছেন। শুধু তাই নয়, ওই টাকা ভোটারদের নিপুণ দিয়েছেন বলে প্রচারের চেষ্টা করছেন বলেও জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ আনেন নিপুণ।

তবে অভিযোগ উড়িয়ে দিয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা।”

শিল্পী সমিতির নির্বাচনে ভোট চলাকালে শুক্রবার দুপুরের পর জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে আসেন অভিনেত্রী নিপুণ।

এই বিষয়ে নির্বাচন কমিশনে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন নিপুণ। 

এ সময় জায়েদ খান বলেন, “টাকা পয়সার অভিযোগ শুনে আমার নিজেরই লজ্জা লাগছে। শিল্পীরা আসছে আমি ব্যাজ পরিয়ে দিচ্ছি। দ্যাটস ইট।

"পৃথিবীতে কোনো দিন শুনেছেন, শিল্পীদের কেউ টাকা দেয়? এটা ইতিহাসে কখনও হয়নি।”

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে। মোট ভোটারের সংখ্যা ৪২৮ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি