ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হেরে গিয়েও জিতলেন নিপুণ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:২০, ২৯ জানুয়ারি ২০২২

শুক্রবার শেষ হয়ে গেল বহু নাটকীয়তা এবং উত্তজনায় ভরা চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে  শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। যদিও ভোট শোষে হরে যান তিনি। কিন্তু হেরে গিয়েও শিল্পী সমাজের কাছে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেছেন এই নায়িকা।

ফলে ভক্ত-সমর্থক থেকে শুরু করে চলচ্চিত্র পাড়ার সবার প্রশংসায় ভাসছেন নিপুণ। অনেকেই বলছেন, হেরেও জিতে গেছেন এই চিত্রনায়িকা। কারণ, তিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনটা পুরোপুরি জমিয়ে দিয়েছিলেন। ইলিয়াস কাঞ্চনসহ পুরো প্যানেলকে সাজাতে তার অগ্রণী ভূমিকা নজর কেড়েছে সবার। নিপুণের সাংগঠনিক দক্ষতা প্রশংসা পাচ্ছে শিল্পী সমাজে। আগামীতে তিনি যে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবারের নির্বাচন যেন সেই বার্তাই দিয়ে গেল।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সেই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি