ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাত ৩টায় শাহরুখের বাড়িতে কপিল! কী প্রতিক্রিয়া শারুখের?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৯ জানুয়ারি ২০২২

শীঘ্রই নতুন ইনিংস শুরু করতে চলেছেন কপিল শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে শুরু হতে চলেছে তার শো ‘কপিল শর্মা: আই অ্যাম নট ইয়েট’। এই শো'তে নিজের জীবনেরই অনেক অজানা আর গোপন কথা ফাঁস করবেন কপিল। শো-এর নতুন ঝলকে উঠে এসেছে শাহরুখের বাড়িতে ভোররাতে কপিলের ‘হামলা’র কথা। 

পুরোনো এক ঘটনার কথা স্মরণ করে কপিল জানান, একবার তার এক বোন মুম্বাইতে এসেছিল এবং তার স্বপ্ন ছিল শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’ দেখবার। তারপর মদ্দপ অবস্থায়ই মাঝরাতে বোনের আবদার পূরণে উদ্যোগী হয়েছিলেন কপিল, এরপর যা ঘটল তা সত্যি অকল্পনীয়। 

কপিল জানান, ‘‘মন্নতে পার্টি চলছিল। গেট খোলা ছিল তাই আমি নিজের খ্যাতির দুর্ব্যবহার করি। আমি ড্রাইভারকে বলেছিলাম গাড়ি ভিতরে ঢোকাও। সিকিউরিটি গার্ড আমাকে দেখে হেসেছিল, কোনও প্রশ্ন করেনি। ভেবেছিল হয়ত আমিও আমন্ত্রিত। আমরা যখন ভিতরে পৌঁছাই তখন আমার হুঁশ ফেরে। তখন বুঝতে পারি এটা আমার উচিত হয়নি। দ্রুত ফিরতে হবে এমন মনস্থির করেই ফেলেছি, তখন শাহরুখের কোনও ম্যানেজার এসে আামাদের ভিতরে নিয়ে যান। সেই সময় রাত ৩টা বাজে।’’

কপিল আরো বলেন, ‘‘ আমরা ঘরোয়া পোশাকে ছিলাম, মদ্যপ অবস্থায় ছিলাম সঙ্গে আবার পান ছিবাচ্ছিলাম। দরজা খুলতেই দেখি গৌরী ভাবি আর ওনার তিন-চার জন বান্ধবী বসে আছেন। উনিও ভেবেছিলেন শাহরুখ ভাই আমাকে ডেকেছেন। আমি হ্যালো বলবার পর, উনি বললেন শাহরুখ ভিতরে আছে। আমি তো তড়িঘড়ি ভিতরে চলে যাই, শাহরুখ খান তখন নাচতে ব্যস্ত, আমি তো হতচকিত হয়ে গেছি। আমি সোজা গিয়ে ওনার কাছে ক্ষমা চাইলাম। বললাম, আমার বোন এসেছে ও আপনার বাড়ি দেখতে চেয়েছিল, দরজা খোলা ছিল আমরা ভিতরে ঢুকে পড়েছি। জানেন উনি কী বলেছিলেন? আমার বেডরুমের দরজাও খোলা আছে, তোমরা যেতে চাও?’’

এই ঘটনার কথা বলতে বলতেই হেসে উঠেন কপিল। শাহরুখ এতটুকুও রাগ করেননি এই ঘটনায়। এরপর ঘন্টার পর ঘন্টা শাহরুখের সঙ্গে নাচেন কপিল। কপিল জানান ‘‘ আমি শেষ ব্যক্তি ছিলাম, যে ওই পার্টি ছেড়ে বের হই। উনি নিজে এসে নীচে আমাদের বিদায় জানান। ওনার সব স্টাফেরা আমার সঙ্গে ছবি তুলেছিলেন সেদিন।’’ 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি