ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাশ্বত চট্টোপাধ্যায়ের পুরনো ছবিটির লোকগুলোকে চিনেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

টালিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে সাবাই চেনেন। কিন্তু হঠাৎই তার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়,ঝিক ঝিক করে রেলগাড়ি ছুটে চলেছে, আর ট্রেনের কামরায় হাসিমুখে বসে রয়েছেন তরুণ শাশ্বত, অনেকের সঙ্গে রয়েছে দুটি মিষ্টি বাচ্চাও। ছবিটি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা নিজেই। 

ছবির ক্যাপশনে অনুগামীদের উদ্দেশ্যে প্রশ্ন  ছুড়ে দিলেন, ‘বলতে পারবেন এই পুরোনো ছবির বাচ্চা দুটি কারা?’ অধিকাংশই সঠিক উত্তর দিয়েছেন।

শাশ্বতর এই ছবির একদম ডানদিকে বসে রয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এবং ছবির দুটি বাচ্চা আর কেউ নন, সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর দুই সুপুত্র গৌরব ও অর্জুন। যারা দুজনেই এখন টালিউডের পরিচিত মুখ। ছোটপর্দা, ওটিটি থেকে রুপোলি পর্দা- সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন তারা। 

ছবিতে দেখা যায়, মুখে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছেন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন, আর হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন গৌরব। নেটিজেনদের অধিকাংশই চিনতে ভুল করেননি দুজনকে। 

নব্বইয়ের দশকে ফেলুদাকে ছোটপর্দায় নিয়ে এসেছিলেন সন্দীপ রায়। সেখানে ফেলুদার ভূমিকায় ছিলেন সব্যসাচী চক্রবর্তী এবং তোপসের ভূমিকায় ছিলেন  শাশ্বত। সম্ভবত সেই সময়কার শুটিংয়ের ফাঁকেই তোলা হয়েছে এই ছবিটি। কমেন্ট বক্সে পুরনো দিনের স্মৃতির বন্যা বেয়ে গেছে, ফেলুদা আর তোপসেকে দেখে নিজেদের ছেলেবেলায় ফিরেছেন অনেকেই। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি