ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোট পুনর্গণনায় জায়েদ খানই জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৭, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শুরু থেকেই অভিযোগ পাল্টা অভিযোগের খবর আসে গণমাধ্যমে। সেই রেশ রয়ে গেল নির্বাচনের পরেও। সাধারণ সম্পদক প্রর্থী নিপুণ অপর প্রার্থী জায়েদ খানের নিকট হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন ভোট পুনর্গণনার। কিন্তু পুনর্গণনাতেও সাধারণ সম্পদক পদে জয়ী হন জায়েদ খান।

শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড ভোট পুনর্গণনা করে আগের ফল সঠিক আছে বলে জানায়। ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের সঙ্গে ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে পুনর্গণনার ব্যাপারে রোববার বিকেল ৪টায় প্রেসক্লাবে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন নিপুণ। 

শিল্পী সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি ১৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হয়েছেন ১৭৬ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি