ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উত্তাল বিএফডিসি, নিজের অবস্থান জানালেন এমডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৪২, ৩০ জানুয়ারি ২০২২

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখনো আন্দোলনে উত্তাল এফডিসি। এমডির অপসরনের দাবি তুলে কুশপুত্তলিকা দাহ করেছে ১৭ সংগঠনের নেতাকর্মীরা। তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাকও দিয়েছে তারা। এদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘পীরজাদা হারুনের সঙ্গে আমার আঁতাত করার প্রয়োজন নেই। এমনকি কারও সঙ্গেই আমার আঁতাত করার প্রয়োজন নেই। যারা এসব বলছেন, প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল। আমার মনে হয়, আমি কোনো অন্যায় করিনি।’’

তিনি আরও বলেন, ‘‘এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।’’

নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সঠিক জায়গায় বিষয়টি উপস্থাপন করে সমাধান করতে পারতেন বলেও জানান তিনি।

এদিকে, এফডিসির এমডি যখন সংবাদ সম্মেলন করছেন, তখন প্রশাসনিক ভবনের বাইরে তার অপসরনের দাবি তুলে কুশপুত্তলিকা দাহ করে ১৭ সংগঠনের নেতাকর্মীরা। তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাকও দিয়েছে তারা। শুধু তাই নয়, তার অপসারণ দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথাও উঠেছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে তার অপসারণ চেয়ে অনুরোধ করবে নেতারা।

নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে ১৭ সংগঠনের অভিযোগ তিনি ও শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আঁতাত করে একপক্ষকে সুবিধা দিয়েছেন।

গেল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল বিএফডিসি। এদিন জানানো হয়, শিল্পীদের নির্বাচন দেখতে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হবে না চলচ্চিত্রের বাকি ১৭ সংগঠনের সদস্যদের৷ নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত ওই ১৭ সংগঠনের সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি