ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিডে আক্রান্ত অভিনেত্রী কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:৫২, ৩০ জানুয়ারি ২০২২

বলিউডে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এতদিন কাজলের নাম ছিলো না। অবশেষে তার নামটিও যোগ হলো এই তালিকায়।  রোববার নিজের ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানান।

সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাকটি কেউ দেখুক। সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’

প্রচন্ড সর্দির কারণে কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেছেন এই নায়িকা। 

কাজলের পোস্টে নিসার প্রশংসা করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘‘ ওকে দারুণ লাগছে।’’ 

কাজলের ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে কাজলের স্বামী অজয় কোভিডে আক্রান্ত কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বলিউডের তারকা দম্পতি অজয় ও কাজল দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে সুখে সংসার করছেন। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত। যেখানে অনেক তারকার ঘর ভাঙার খবরে চারদিকে মুখর সেখানে তারা এক প্রকার মাইলফলক। তাদের দাম্পত্য জীবনে নিসা এবং যুগ নামে দুই সন্তান রয়েছে।

সূত্র: এনডিটিভি
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি