ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পীরজাদা হারুনের বিরুদ্ধে নিপুণের বিস্ফোরক অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৫৫, ৩০ জানুয়ারি ২০২২

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বেশ উত্তাল এফডিসি। সদ্য সমাপ্ত এই  নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। রোববার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন এই নায়িকা। সেখানে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

নিপুণ বলেন, ‘‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে দুই গালে দুটো কিস (চুমু) চেয়েছে। তখনই ওর দুই গালে চড় লাগানো উচিত ছিলো। যেটা আমি করিনি।’’

তিনি আরও বলেন, ‘‘ সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন সেখানে উপস্থিত ছিলো। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিলো।’’

প্রসঙ্গত, প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। শনিবার আপিল করলে সন্ধ্যায় বিএফডিসিতে পুনরায় ভোট গণনা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে আপিল করেও ব্যর্থ হয়েছেন নিপুণ। আর তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক জায়েদ খান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি