ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাকা নেওয়ার অভিযোগে ক্ষেপলেন নায়িকা মুনমুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৩০ জানুয়ারি ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি হলো- সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া চিত্রনায়ক জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন। ভোটের দিন প্রকাশ্যেই এ অভিযোগ তুলেছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এমন অভিযোগের পর ফেইসবুকে জায়েদের সঙ্গে একসময়ের নায়িকা মুনমুনের একটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা যায়, ভোট দিতে যাওয়ার আগ মুহূর্তে  নায়িকা মুনমুনকে কিছু বলছেন জায়েদ। এ সময় তাদের অঙ্গ-ভঙ্গিমা দেখে অনেকেই দাবি করছেন, জায়েদের কাছ থেকে টাকা নিয়েছেন মুনমুন।

এরপর অভিযোগের ব্যাপারে মুখ খুলেন মুনমুন। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়েছি। আমি কী রাস্তার লোক? ওই দিন কালো রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে কালো রঙের মাস্ক পরেছিলাম। মাস্কটিই আমি খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি। টাকা দিয়ে আমাকে কিনবে? রাস্তার মধ্যে টাকা দেবে? সেই টাকা খেয়ে আমি ভোট দেব- তাই না? আমার নামে এ ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে।’’

মুনমুন আরও বলেন, “ আমার যদি টাকা নেওয়ার ইচ্ছে হয় জায়েদের থেকে, আমার বাসা তো জায়েদ চেনে। সে আমার ফেইসবুক ফ্রেন্ড। আমি চাইলে যে কোনোভাবেই জায়েদের থেকে টাকা নিতে পারি। এফডিসিতে নির্বাচনে সবাই তো এভাবেই হাত ধরে ধরে ভোট চায়। এফডিসিতে ঢোকার পর জায়েদ আমাকে একটা পেপার দিলো। যেটা ছিলো প্যানেলের তালিকা। আর বললো, ‘‘ আপা ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো প্যানেলকে ভোট দিয়েন। আর ছোট ভাইটার দিকে খেয়াল রাখবেন।’’

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মিশা-জায়েদ একটি প্যানেল গঠন করেছিলেন। এর মধ্যে জায়েদ জিতেছেন সাধারণ সম্পাদক পদে। অন্যদিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছিলেন আরেকটি প্যানেলে। সেখান থেকে সভাপতি পদে জিতেছেন কাঞ্চন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি