ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিপুণের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানের লড়াই এখনো চলমান। নির্বাচনে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তারা অভিযোগ এনেছেন, নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান। শিল্পীদের টাকা দিয়ে ভোট কিনেছেন বলে একটি ভিডিও প্রকাশ করার পাশাপাশি কিছু স্ক্রিনশটও ফাঁস করেছেন।

সেসব নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে ছিলেন নায়িকা মুনমুনও।

জায়েদ খান বলেন, ‘‘কিছু ফেক স্ক্রিনশট প্রকাশ করে আমার মানসম্মান নষ্ট করা হয়েছে। আমার প্রতিপক্ষ সহকর্মীরা আমাকে সারাদেশের মানুষের কাছে ভোট চোর বানিয়েছেন। এগুলো তথ্যসন্ত্রাস। তাই তথ্যপ্রযুক্তি আইনে নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করবো।’’

তিনি আরো বলেন, ‘‘নিপুণের সঙ্গে যারা ছিলেন তাদের বক্তব্য ও ভূমিকা যাচাই করে তাদের নামেও মামলা করা হবে।’’

জায়েদ জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে আজ রাতে বা কালই তিনি এই মামলা করবেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি