ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গোবিন্দর জনপ্রিয় সংলাপ বলে ফের ভাইরাল কিলি পল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২ ফেব্রুয়ারি ২০২২

ইনস্টাগ্রাম ঘাঁটার অভ্যাস থাকলে, বিশেষত যদি রিলস দেখার অভ্যাস থাকে তাহলে তানজানিয়ার বিখ্যাত কিলি পলকে চেনেন নিশ্চয়ই। কিলির সঙ্গে তার বোন নিমা পলও ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারা দুজনেই মূলত বলিউড ও দক্ষিণী ছবির বিভিন্ন জনপ্রিয় গান ও সংলাপে রিলস তৈরি করেন। মুখে মুখে সমস্ত ভারতীয় কথায় লিপ সিঙ্কও করেন। সম্প্রতি একটি ভিডিওয় কিলি পলের অভিনয় দক্ষতায় আপ্লুত নেট দুনিয়া। 

কিলি পল ইনস্টাগ্রামে একটি লিপ সিঙ্ক ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলিউড তারকা গোবিন্দা, মমতা কুলকার্নি, কাদের খান প্রমুখ অভিনীত ১৯৯৭ সালের 'নসিব' ছবির একটি দৃশ্য রিলস তৈরি করেছেন। এই ছবিতে গোবিন্দ এবং কাদের খানের একসঙ্গে অভিনীত 'আরে জা' দৃশ্যটি গোবিন্দর সেরা পারফর্ম্যান্সের অন্যতম। সেই ভিডিওর রিল তৈরি করে কিলি তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে ২ লক্ষ ২৭ হাজারের বেশি ভিউস পেয়েছে। সেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইন্টারনেটে রীতিমতো নিজের ভক্তকূল গড়ে তুলেছেন। তার লিপ সিঙ্ক করা দেখে প্রশংসায় ভরিয়েছেন সকলে। একইসঙ্গে অনেকের মত, কিলির এবার বলিউডে সুযোগ পাওয়া কেউ আটকাতে পারবে না।

সূত্র: এবিপি আনন্দ

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি