ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোভিডে আক্রান্ত অভিনেত্রী শাবানা আজমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২২

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি। নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই।

সেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ কোভিড-১৯ ধরা পড়ল। তাই বাসাতে আইসোলেশনে আছি।’

তিনি আরও জানান, যে সকল মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তারা যেন প্রত্যেকে করোনা পরীক্ষা করেন।

শাবানার করোনা আক্রান্ত হওয়ার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য থেকে শুরু করে তার অনেক অনুরাগী দ্রুত আরোগ্য কামনা করে পোস্টের নিচে কমেন্ট করেছেন। 

ভারতীয় সর্বশ্রেষ্ঠ পদ্মশ্রী এবং পদ্মভূষণে সম্মানিত হয়েছেন তিনি। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও টুকটাক অভিনয় করে যাচ্ছিলেন। তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, শাবানা আজমি ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং তিনি এই বিভাগে সর্বাধিকবার বিজয়ী অভিনেত্রী।

সূত্র: এবিপি আনন্দ
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি