ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যশরতের ছেলের ধর্ম কী হবে, কী বললেন নুসরাত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২

নুসরাত এবং যশের ধর্ম আলাদা। তাহলে তাদের সন্তানের ধর্ম কী হবে? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রশ্ন করা হয়েছিল নুসরত জাহানকে। কী বললেন তিনি উত্তরে?

হালে নিজের বিয়ে সম্পর্কেও উত্তর দিয়েছেন নুসরাত। বলেছেন, ‘আবার বিয়ে করার প্রয়োজন নেই আমাদের’। এই কথা থেকে অনেকেই মনে করছেন, ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে তার আর যশের। এর পরেই প্রশ্ন উঠেছে, তাদের সন্তানের ধর্ম নিয়ে। কোন ধর্ম পালন করাতে চান ছেলেকে? 

এর উত্তরে নুসরাত বলেছেন, ‘এক জন ভাল মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক হবে।’

তার ছেলে দুই ধর্মকেই চিনবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, যেভাবে তাদের বাড়িতে কালীপুজা, দুর্গাপুজার মতোই ইদ এবং বড়দিন পালন করা হয়, সেভাবেই ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ তুলে ধরবেন তারা। 

এখনও পর্যন্ত ছেলের কোনও ছবি প্রকাশ করতে দেননি নুসরাত। তবে ছেলে ঈশানকে নিয়ে কথা বলতে তার কোনও আপত্তি তো নেই-ই, বরং তাকে নিয়ে গল্প করতে ভালোবাসেন অভিনেত্রী। তাই বারবার নানা কথায় চলে আসে তার প্রসঙ্গ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি