ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিনি দিয়ে পর্দায় ফিরছেন মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২২

অনেকদিন ধরেই রূপালী পর্দার বাইরে আছেন টালিউডের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০২১ সালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো ‘বাজি’ সিনেমায়। এবার দুই অসমবয়সী বন্ধুর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মিনি’ দিয়ে আবারো বড় পর্দায় ফিরছেন তিনি। চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমাটি।

সিনেমাতে দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সেই দুই বন্ধু সম্পর্কে খালা আর বোনের মেয়ে। সিনেমাতে তাদের নাম মিনি-তিতলি। 

তাদের মধ্যে একজন চায় বড় হতে, অন্য জন চায় লম্বা হতে। তাদের বন্ধুত্বকে কেন্দ্র করে এগিয় যায় সিনেমার গল্প। মিনির ভূমিকায় অভিনয় করবেন অয়না চট্টোপাধ্যায়। আর তিতলি হয়ে পর্দায় ফিরবেন মিমি চক্রবর্তী।

ওমিক্রনের চোখরাঙ্গানির আগেই শেষ হয়ে গিয়েছিল সিনেমার শুটিং, পোষ্ট প্রডাকশন এবং ডাবিং। মিমির সঙ্গে এই সিনেমাতে আরও অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি