নকল গয়না পরে শ্রীলেখার দুষ্টুমি
প্রকাশিত : ১৩:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২২
ইদানীং প্রায়ই রসিকতায় মজে থাকতে দেখা যাচ্ছে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ফেইসবুকে কখনও নিজেকে নিয়ে অবলীলায় রসাত্মক মন্তব্য করেন আবার কখনও দুষ্টুমি করেন অন্যদের নিয়েও। বুধবার তেমনই এক দুষ্টুমির ছোট্ট নমুনা রেখেছেন ফেইসবুকে। কয়েকজনের সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে মিল রেখে নিজে সেজেছেন। পরে সেই ছবি ফেইসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘মাচা শো-তে যাচ্ছি নকল গয়না পরে। কথা দিচ্ছি রবীন্দ্রসঙ্গীত গাইব না।’
গণমাধ্যম এই বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‘আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। যা করেছি আর যা করব না, সেটাই ভাগ করে নিয়েছি সবার সঙ্গে!’’
প্রকৃত ঘটনা হচ্ছে, কিছুদিন আগে টেলিভশন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনেকের কটাক্ষের শিকার হয়েছিলেন। কেউ অঙ্কুশকে তার ‘নতুন স্বামী’ বলেও কটাক্ষ করেছেন। কেউ খোঁচা দিয়েছেন তার শাড়ি, গয়না নিয়ে।
মন্তব্যের ঘরে একজন লিখেছিলেন, ‘আপনি তো আবার সোনা-রুপা ছাড়া নকল গয়না পরেন না!’
জবাবে সুদীপাও তাকে মনে করিয়ে দিয়েছেন, তিনি নকল গয়না পরেন না। এবং মন্তব্যকারীকে উদ্দেশ্য করে ‘অশিক্ষিত’ লিখেন। এরপরই ফেইসবুকে শুরু হয় তোলপাড়।
এর আগে মধ্যপ্রদেশের মাচায় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধনধান্যপুষ্প ভরা’ গানটি গেয়ে তাকে রবীন্দ্রগান বলে উল্লেখ করে বিদ্রূপের শিকার হয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।
পরে শ্রীলেখা তার পোস্টের মন্তব্যের ঘরে বলেন, ‘‘তারকারা এতটা জনপ্রিয় অনুরাগীদের ভালবাসার জোরে। তাই তাদের অকারণে অপমান না করাই মানবিকতার লক্ষণ। কেউ কেউ সে সব ভুলে যান।
পাশাপাশি তিনি আরো বলেন, ‘‘তাড়াহুড়ায় অনেক সময়েই কোনও গানের রচয়িতার নাম মনে থাকে না। সে ক্ষেত্রে, হয় সেটি গাইব না। অথবা শুধু গানটি গেয়ে নেমে আসব। ভুল না বলাই বাঞ্ছনীয়। কারণ, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমজনতা মোটামুটি সব কিছুই খোঁজ রাখেন।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/