ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইনস্টাগ্রাম থেকে উধাও নোরা ফাতেহি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দুম করেই ইনস্টাগ্রাম থেকে একেবারে অদৃশ্য হয়ে গেলেন বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফাতেহি! যে নোরা প্রায় সারাদিন অ্যাক্টিভ থাকতেন ইনস্টাগ্রামে, সেই নোরার হঠাৎ এমন কী হল যার জন্য ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ডটি ডিলিট করলেন এই সুন্দরী?

আসলে ব্যাপারটি হলো, নোরা ফাতেহি এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। কয়েকদিন ধরে সেই ছুটি কাটানোর ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন তিনি। তার সেখানকার ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অনুরাগীদের কাছে এত প্রিয় নোরা, হঠাৎই ইনস্টাগ্রাম থেকে গায়েব হওয়ায় অবাক নেটিজেনরা।

এদিকে জানা যায়, বলিউড অভিনেত্রী জ্য়াকলিনের পর ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে নোরা ফাতেহিরও। গণমাধ্যমের খবরে জানা যায়, সুকেশ একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য এই অভিনেত্রীকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিল। 

কিন্তু নোরা জানান, ‘‘এমন উপহার পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল, হয়তো গাড়িটি তাকে লোক দেখানো উপহার দেওয়া হচ্ছে। সত্যি সত্যি উপহার দেওয়া হবে না। আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম, এটা স্বাভাবিক ব্যাপার কিনা। সবাই আমাকে আশ্বস্ত করেন এটা হয়েই থাকে।’’ 

গণমাধ্যমের খবর অনুযায়ী, সুকেশের মামলায় নোরা ফাতেহি সাক্ষী হবেন। তবে নিন্দুকেরা মনে করছেন, সুকেশ পর্ব থেকে নিজেকে সরিয়ে নিতেই হয়তো ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়েছেন তিনি। তবে অনেকে মনে করছেন এটা ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ত্রুটিও হতে পারে। তবে এ বিষয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি নোরার পক্ষ থেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি