ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভেন্টিলেশনে লতার অবস্থা স্থিতিশীল, বোনকে দেখতে গিয়ে জানালেন আশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৬ ফেব্রুয়ারি ২০২২

সরস্বতী পূজার দিনই ‘সুরের সরস্বতী' লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি আবারও খারাপ হয়। যে কারণে তাকে আবারও ভেন্টিলেশনে দেন চিকিত্সকরা। জানুয়ারি মাসের শুরু থেকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন সুরসম্রাজ্ঞী।

শনিবার লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ছোট বোন আশা ভোঁসলে। লতাকে দেখে ফিরে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় বোনের শারীরিক পরিস্থিতি নিয়ে আপটেডও দেন আশা ভোঁসলে। 

সংবাদমাধ্যমে আশা ভোঁসলে জানান, ‘চিকিত্সকরা জানিয়েছেন দিদির পরিস্থিতি এখন স্থিতিশীল’। এর আগে চিকিত্সক প্রতীত সামদানি সাংবাদিকদের জানান, ‘লতা মঙ্গেশকরকে এই মুহূর্তে অ্যাগ্রেসিভ থেরাপি দেওয়া হচ্ছে, এবং সেই চিকিত্সায় উনি সাড়া দিচ্ছেন’।

করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ৮ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর, তবে আপতত তিনি করোনা-মুক্ত। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।

গত ২৯ দিন ধরে একটানা হাসপাতালে চিকিত্সাধীন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সী গায়িকার স্বাস্থ্যের দিকে কড়া নজর চিকিৎসকদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি