ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লতার অজানা কিছু কথা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২২

গান অন্ত:প্রাণ লতা, যার প্রাণের পরতে পরতে কেবলই গান,  জন্ম থেকে গানকেই করেছিলেন তিনি জীবনের ব্রত। তবে তিনি ভালবাসতেন ছবি তুলতেও। হাতে ক্যামেরা নিয়ে লেন্সবন্দি করে রাখতেন মুহূর্তদের। অনেকেই হয়তো জনেন না তার এই ভালো লাগা ও ভালোবাসার কথা। 

পাশাপাশি ক্রিকেট ম্যাচ দেখতেও ভালবাসতেন এই কণ্ঠের যাদুকর। শুধু যে উপভোগ করতেন তা নয়। মন দিয়ে ম্যাচ দেখতেন। 

অনেকেই ভাবেন, লতা বুঝি ভীষণ গম্ভীর। তার জীবনে বোধ হয় হাসিঠাট্টার বালাই নেই। কিন্তু মোটেও তেমন ছিলেন না তিনি। মজার মজার কথা বলতে ভালবাসতেন। পছন্দ করতেন ‘জোক’ শুনতে।

সব রঙের পোশাকই পরতেন লতা মঙ্গেশকর। তবে বেশির ভাগ সময় তাকে দেখা যেত সাদা বা অফ ওয়াইট শাড়িতে। সেই সাদা রঙের পবিত্রতার প্রতিফলন প্রত্যেক মুহূর্তে যেনো ধরা দিয়েছে তার সঙ্গীতেও। 

জীবনের খাতা খুললে যার সফলতার হিসেব মেলানো দায়, সেই লতার প্রসঙ্গ উঠলে অনেকেই একটি প্রশ্ন করে বসেন। তিনি বিয়ে করেন নি কেনো? 

যেই প্রতিভার শুধু জন্মই আছে, মৃত্যু নেই তার কি আদৌ কোনও পুরুষ  সঙ্গীর প্রয়োজন?

এমন প্রশ্নই তুলেছেন ভারতীয় সঙ্গীত ব্যাক্তিত্ব দুর্গা যশরাজ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি