লতার শেষকৃত্যে দোয়া, বিদ্রুপের শিকার শাহরুখ
প্রকাশিত : ১৪:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২২
বলিউড তারকা আমির খান, বিদ্যা বালান, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতা মঙ্গেশকরকে শেষবারের শ্রদ্ধা জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এসেছিলেন শাহরুখ খানও। সেখানে এসে কিংবদন্তীর জন্য হাত তুলে দোয়া করেন এই তারকা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তার দোয়া এবং মাস্ক খুলে ফু দেয়ার ভিডিও।
আর এতেই চটেছেন কট্টর হিন্দুত্ববাদীরা। তাদের অভিযোগ, শাহরুখ প্রার্থনার অজুহাতে থুথু ছড়িয়ে দিয়েছেন বাতাসে, যা করোনাকালে রীতিমতো অপরাধ। সনাতন ধর্মাবলম্বীর শেষকৃত্যে মুসলিম তারকার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন নিন্দুকরা।
সোমবার ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু’হাত তুলে লতার আত্মার শান্তি কামনা করেন।
এখন শাহরুখের এই ‘দোয়া’ পড়ার ছবি-ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকেও জোর হাতে প্রার্থনা করতে দেখা যায়।
নেটিজেনরা অবশ্য ওই ছবি শেয়ার করে শাহরুখ খানকে প্রশংসায় ভাসাচ্ছেন। সবার মুখেই এক বুলি, ‘এটাই আমার দেশ, আমার ভারত’।
এক নেটিজেন তার ভার্চুয়াল টাইমলাইনে লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’
সূত্র: টাইমস নাও নিউজ
এমএম/