ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

২০১৮ সালে শেষ গান রেকর্ড করেন লতা, জানেন কী সেই গান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২২

না ফেরার দেশে ‘ভারতের নাইটিঙ্গল’, খবর এখনও মেনে নিতে পারছেন না কেউই। ৬ ফেব্রুয়ারি রোববার ৯২ বছর বয়সে মারা গেলেন লতা মঙ্গেশকর। সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। অভিনেতা থেকে সংগীত শিল্পী, ক্রিকেটার, গায়িকা, আমজনতা সমাজের সব শ্রেণির মানুষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত গায়িকাকে। সুরেলা কন্ঠের জন্য একাধিক পুরস্কার জিতেছেন জীবদ্দশায়। পেয়েছেন ভারত রত্নও। 

লতার মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা। সকলেই তার আত্মার শান্তি কামনা করেছেন। তার সুদীর্ঘ ক্যারিয়ার নিয়েও চর্চা হয়েছে অনেক জায়গায়। তবে জানেন কি শেষবার কোন গান রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর?

‘কোকিল কণ্ঠী’ লতা মঙ্গেশকর শেষ রেকর্ড করেছেন গায়ত্রী মন্ত্র। ইশা আম্বানি ও আনন্দ পরিমলের বিয়ে উপলক্ষে গায়ত্রী মন্ত্র পাঠ করে ও একটি বিশেষ বার্তা পাঠিয়েছিলেন প্রয়াত গায়িকা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর হয়েছিল এই বিয়ে। লতার রেকর্ড করা গায়ত্রী মন্ত্র চালানো হয়েছিল বিয়ের অনুষ্ঠান চলাকালীন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লতার মৃত্যুতে জাতীয় শোক পালন করার কথা বলেছেন দু'দিন ধরে। গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে মুম্বাই এসেছেন তিনি। লতা মঙ্গেশকরকে নিয়ে শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

৮ জানুয়ারি করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ জানুয়ারি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সময় তাকে ভেন্টিলেশন থেকে বাইরে বের করাও হয়েছিল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু শনিবার ফের তার শরীরে অবনতি হয়। পাঠানো হয় ভেন্টিলেটর সাপোর্টে। রোববার সকাল ৮.১৫-র সময় মারা যান তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি