ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তির আগেই ২৫০ কোটি ঘরে তুলেছে প্রভাসের ‘রাধে শ্যাম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারতের সিনেমা জগতে সময় যেন এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির। একের পর এক নতুন ছবির মুক্তির সাথে সাথে যেন বাজিমাত। সেই তালিকায় এবার যোগ হলো প্রভাস ও পূজা হেগড়ের আগামী ছবি ‘রাধে শ্যাম’। বহুদিন ধরে ট্রেলারের মুক্তির অপেক্ষা ছিল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই বহু প্রতীক্ষিত ট্রেলার। তারপর থেকেই উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছে সিনেপ্রেমীদের।

গত ১১ জানুয়ারি ‘রাধে শ্যাম’-এর মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে পড়ে মুক্তির তারিখ। যদিও মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিলো বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে রাধে শ্যারম। তবে ব্যবসা নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো করোনা। কিন্তু শেষমেশ ছবির মুক্তি পিছিয়ে গেলেও খুব একটা বড় ক্ষতি যে নির্মাতাদের হয়েছে তেমনটা বলা যায় না। কারণ ইতিমধ্যে ই ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছেন নির্মাতারা।

গোপন সুত্রে জানা যায়, ছবি মুক্তির আগেই নাকি টেলিভিশন এবং ওটিটি  প্ল্যাটফর্মের স্বত্ব বিক্রি করে বেশ মোটা টাকাই আয় করেছে নির্মাতা।

প্রভাসের ছবির জন্য নাকি প্রায় ৪০০ কোটি টাকাও দিতে রাজি ছিল ওই ওটিটি প্ল্যািটফর্ম। তবে পরবর্তীকালে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি প্রযোজকদের পক্ষ থেকে। পাশাপাশি এও শোনা গিয়েছিল, রাধে শ্যাাম ছবির জন্য নাকি বেশ বড় অঙ্কের একটি টাকা দাবি করেছিলেন প্রভাস। এই ছবির জন্যত নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু বিষয়টা কখনোই স্বীকার করেননি অভিনেতা বা ছবির প্রযোজকরা।

তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে তৈরি হবে এই ছবি। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউ ভি ক্রিয়েশনস, ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ।

আরএমএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি