সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি
প্রকাশিত : ১১:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২২
করোনামুক্ত হলেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, তাকে নিয়ে চিকিৎসকদের মাথায় চিন্তার ভাঁজ ছিল। যদিও সোমবার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি গায়িকা এখন করোনামুক্ত। এ দিন তার শারীরিক অবস্থার উন্নতির কথাও জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। জানানো হয়েছে তার শারীরিক সক্রিয়তাও আগের চেয়ে অনেকটাই সন্তোষজনক।
‘পদ্ম সম্মান’ নিয়ে বিতর্কের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত মাসের ২৭ তারিখ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেদিন সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় প্রবীন এই গায়িকার।
তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের সঙ্গে পরামর্শ করে এসএসকেএম থেকে শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করেন। গায়িকার যেহেতু হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে, তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি।
বয়সজনিত নানান অসুখেও ভুগছিলেন প্রবীণ এই সংগীতশিল্পী। কয়েকদিন আগে শৌচাগারে পড়ে কোমরে চোট পান তিনি। তারপর থেকেই অসুস্থতা বাড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ গায়িকা করোনামুক্ত হলেও তার ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সারেনি। রয়েছে বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতাও। ঊরুর হাড়ও ভাঙা। কিন্তু তার অপারেশন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে অক্সিজেন সাপোর্ট ছাড়াই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে তার। রাইলস টিউব ছাড়াই খাবার খেতে পারছেন তিনি।
একদিকে লতা মঙ্গেশকরের চলে যাওয়ার খবরও জানাো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। কারণ করোনাভাইরাস মুক্ত হলেও শারীরিকভাবে খুবই দুর্বল গায়িকা। এই খবরে যাতে কোনওভাবেই ধাক্কা না পান সন্ধ্যা, সেইজন্যই তাকে এই খবর না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/