ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অভিনেতা প্রবীণ কুমার আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২২

ভারতীয় অভিনেতা প্রবীণ কুমার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর ‘ভীম’ চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

প্রবীণ কুমারের মৃত্যুর প্রধান কারণ জানা যায়নি। তবে তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন।

অভিনেতা হওয়ার আগে প্রবীণ কুমার অ্যাথলেট ছিলেন। অ্যাথলেট হিসেবে তিনি এশিয়ান গেমসে চারবার স্বর্ণপদক জিতেছেন, কমনওয়েলথ গেমসে দুবার স্বর্ণপদক, একবার রৌপ্যপদক জিতেছেন। প্রবীণ কুমার দুবার অলিম্পিকে প্রতিযোগিতায় অংশ নেন।

অভিনয়জীবনে প্রবীণ কুমার ৩০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন। বি আর চোপড়ার ‘মহাভারত’-এ তাঁর ভীম চরিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল।

প্রবীণ কুমার রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৩ সালে তিনি আম আদমি পার্টি থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু হেরে যান। ২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি