ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন আশা ভোঁসলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২২

বড় বোন লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভেঙে পড়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন লতা-আশার ভাইয়ের মেয়ে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী।

পদ্মিনী বলেন, ‘‘মৃত্যু যে চিরসত্য, সে কথা জানা সত্ত্বেও আমরা চাইতাম লতাজি আমাদের সঙ্গেই যেন সব সময় থাকেন। দৃঢ়ভাবে বিশ্বাস করতাম উনার কিছু হবে না। এটুকুই বলব, এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই।’’

আশা ভোঁসলে কেমন আছেন? এমন প্রশ্নের জবাবে পদ্মিনী বলেন,‘‘একদম ভালো নেই। একেবারে ভেঙে পড়েছেন।’’

এদিকে আশা ভোঁসলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। সেখানে হাসি-কান্না ভাগ করে নেন তিনি। সামাজিক পাতায় সেই অভিজ্ঞতা শেয়ারও করেছেন অনুপম।

৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান হয়।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তার বাবা দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তি মঙ্গেশকর। ভাইবোনদের মধ্যে লতা ছিলেন সবার বড়। ৬ ফেব্রুয়ারি সকালে অসীমের পথে পা বাড়ান এই সুরসম্রাজ্ঞী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন তিনি। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি