ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুলে ভাসছে ব্রেকফাস্টের প্লেট, কোথায় গেলেন নীল-তৃণা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২২

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দুজনেই কর্মের মধ্য দিয়ে জীবনের সেরা সময়টা উপভোগ করছেন। দুজনেই ভারতীয় বাংলা সিরিয়ালের এসময়ের জনপ্রিয় পরিচিত মুখ। নাটকের সহকর্মী অনেক আগে থেকেই প্রণয় তাদের, সেই প্রণয়ই গড়ালো সাত পাকে নীল-তৃণার জীবনে। গত সপ্তাহেই বিয়ের এক বছর পূরণ করেছেন তারা।

সেলিব্রেশনের বেশকিছু ছবিও শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার সকাল সকাল একটা ছবি ইনস্টায় শেয়ার করেছেন নীল। পুলের ধারে বসে তাদের ব্রেকফাস্ট করতে দেখা গেছে। 

এমন ছবি দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন, কোথায় গেছেন প্রিয় এই তারকা জুটি?

আর সেখানেই টুইস্ট করেছে নীল। ছবিটি শেয়ার করে নীল লিখেছেন, ‘আমরা কি মলদ্বীপে?’

যদিও তারা কলকাতা পার্শ্ববর্তী একটি রিসর্টে গিয়েছিলেন বিবাহবার্ষিকীর উদযাপনে। সেখান থেকে রাত পার্টির ছবিও এর আগে শেয়ার করেছিলেন। এবার দিলেন ব্রেকফাস্টের সময় কাটানো একটা মজাদার মুহূর্ত।

ঠিক মলদ্বীপের ধাঁচেই আয়োজন করা হয়েছিল প্রাতরাশের। পুলের পানিতে ভাসছে নানাবিধ ব্রেকফাস্টে সাজানো খাবার প্লেট। চা থেকে জুস, স্যান্ডুইচ, ফল কী নেই তাতে!
ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। ‘সেরা কাপল’, ‘তোমাদের দারুণ লাগে’, ‘হট ফেবারিট’র মতো কমেন্ট পড়ে তাদের ছবিতে। 

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি