ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৫ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের রোমান্স!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২২

বলিউডের ভাইজান সালমান খান, এটা সবার জানা। এবার সেই নামের সঙ্গে মিল রেখেই ‘ভাইজান’ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই সুপারস্টার। আর এই সিনেমাতে তার থেকে ২৫ বছরের ছোট নায়িকা পূজার সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে সালমানকে!

গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ভাইজান’ সিনেমার শুট। এর আগে সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সিনেমাটিতে এই সুপারস্টারের সঙ্গে রোমান্স করবেন ৩১ বছর বয়সি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেজ। অবশ্য পূজা এখন বলিউডেও নিয়মিত।

এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দাবাং খানকে, এবার পূজার পালা। সালমানের বয়স ৫৬ আর পূজার বয়স ৩১। সেই হিসাবে পূজা সালমানের ২৫ বছরের ছোট।

সালমান খান ও পূজা হেজ ছাড়াও সিনেমাটিতে দুই ভাই জহির ইকবাল ও অসীম রিয়াজকে দেখা যাবে। আগামী বছরের ঈদে এই অ্যাকশন ড্রামা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

সূত্র: বলিউড হাঙ্গামা
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি