ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫

ট্রোলের জবাব দিলেন কাজল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২২

গর্ভাবস্থায় একজন নারীর শরীরের অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তন নিয়ে অনেক তারকাকেই ট্রোলের মুখে পড়তে দেখা গেছে। এবার এই ঝামেলায় পড়লেন দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। মা হতে গিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে সঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে ট্রলারদের একহাত নিলেন এই নায়িকা।

ওই পোস্টে কাজল তার মা হতে যাওয়া অভিজ্ঞতাকে যেমন তুলে ধরেছেন, তেমনই ট্রলারদেরও বিষয়টি নিয়ে শিক্ষা দিতে চেয়েছেন। 

‘সিংঘাম’ সিনেমার এই নায়িকার মতে, একজন গর্ভবতীকে যে ট্রল করে সে কখনও অনুভূতিপ্রবণ হতে পারে না। এই ধরনের মানুষদের নিজের চরকায় তেল দেওয়া উচিত। 

তিনি লেখেন, ‘‘মা হওয়ার পর একজন নারীর শরীরকে আবার আগের মতো দেখতে কিছুদিন সময় লাগে। তাই আমাদের তো অস্বাভাবিক লাগার কথা নয়, আমাদের তো অস্বস্তি হওয়ার কথা নয়।’’ 

২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। প্রথমবারের মত মা হতে যাচ্ছেন তিনি।

সূত্র: বলিউড শাদি.কম
এমএম/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি