ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সহিংসতা মোকাবেলায় অ্যাঞ্জেলিনার পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২২

অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

Ekushey Television Ltd.

মার্কিন তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ক্যাপিটল হিলে এসে অভ্যন্তরীণ সহিংসতা মোকাবেলায় আইন পাসের জন্য আইন প্রণেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে জোলি আইন নবায়নের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, “এই আইন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা এবং আইনী সহায়তা দেবে-পাশাপাশি সেইসব শিশু যারা বাড়িতে সহিংসতার শিকার হন তাদের সমর্থন দেবে।”

একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বলেন, “কুৎসিত সত্য হল যে আমাদের দেশে বাড়িতে সহিংসতা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

“আমি এই মূহুর্তে সেই শিশুদের প্রতি গুরুত্ব দিচ্ছি, যারা ভীত-সন্ত্রস্ত এবং ভোগান্তির মধ্যে রয়েছে এবং অনেক লোক, যাদের জন্য এই আইনটি বিলম্বে আসছে।”

জোলি নারীর প্রতি সহিংসতা রোধে অগ্রাধিকার ভিত্তিতে ভায়োলেন্স অ্যাগেন্সট ওইমেন অ্যাক্ট (ভিএডব্লিউএ) নবায়নে কংগ্রেসের প্রতি আহবান জানান।

গুপারহিরো ফ্লিম ‘ইটারনালস’ তারকা ৪৬ বছর বয়সী জোলি তার সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে তাদের ছেলে ম্যাডক্সকে (১৫) ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ এনেছেন, তবে তদন্তে এই অভিযোগ থেকে পিট রেহাই পেয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি