ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিএফডিসি’র নতুন ভবনের নকশা দেখলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর নতুন ভবনের নকশা অবলোকন করেছেন।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএফডিসি’র নতুন ভবনের নকশা অবলোকন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, এ সময় প্রধানমন্ত্রী নকশার বিস্তারিত দেখেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও দিক নির্দেশনা দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে থেকে ভার্চুযালি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ নকশা উপস্থাপন অনুষ্ঠানে অংশ নেন। 

এ সময় গণভবন প্রান্তে মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং মন্ত্রি পরিষদ বিভাগে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি