ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দীপিকার ঠোঁটে টাচ করেছিলে?’ গেহরাইয়া দেখে সিদ্ধান্তকে প্রশ্ন...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে শকুন বত্রার ছবি 'গেহরাইয়া'। ত্রিকোণ প্রেমের গল্পটি এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ মুহূর্তগুলি নিয়ে।

ছবির প্রোমোশনের জন্য সম্প্রতি কপিল শর্মা শোতে এসেছিলেন দীপিকা-সিদ্ধান্ত। সঙ্গে ছিলেন ছবির অন্যতম দুই তারকা অনন্যা পান্ডে, ধৈর্য্য খারওয়াল এবং পরিচালক শকুন বত্রা। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সিদ্ধান্ত একটি মজার মুহূর্তের কথা শেয়ার করেন।

তার কথায়, “ছবির ট্রেলার দেখার পরেই গ্রাম থেকে আমার কাকু ফোন করেন। তিনি জানতে চেয়েছিলেন, আদৌ কি আমি দীপিকাকে চুমু খেয়েছি? মানে ঠোঁটে ঠোঁট স্পর্শ হয়েছিল? নাকি মাঝে কাচ রাখা হয়েছিল?” তিনি জানান, এই প্রশ্নটি সিদ্ধান্তের কাকু আগে তার বাবাকে করেছিলেন। সিদ্ধান্ত বলেন, "বাবা জবাবে বলেছিলেন এ নিয়ে আমি কী বলব!”

'গেহরাইয়া' ছবিতে প্রেমের এক অনন্য সংজ্ঞা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক শকুন বত্রা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি