ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গান গেয়ে লতাকে স্মরণ করলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মায়াময় এই পৃথিবীর মায়া ছেড়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এ যেনো এক বিশাল ক্ষতি সুরময় সঙ্গীত জগতের। তবে তিনি ততোটা জুড়েই রয়েছেন, যতোটা জুড়ে তিনি ছিলেন। আর তিনি থাকেবনও কারন তার কর্ম যে শাশ্বত ও অবিনশ্বর।

আর অনেকের মতই এবার লতা মঙ্গেশকরকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে গান গাইলেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান। নিজের কণ্ঠে গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান, 'লগ জা গলে'। আর সেই ভিডিও পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সালমান খান লেখেন, 'লতাজি, আপনার মতো কখনও কেউ ছিল না, কখনও কেউ হবেও না।'

অভিনেতার এই আবেগঘন পোস্টে কমেন্ট করেছেন একাধিক তারকা ও অনুরাগীরা। এক ফ্যানের কমেন্ট, 'কী সুন্দর গাইলেন ভাই।'

অপর একজন লিখেছেন, 'পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত লতা জির কণ্ঠ জীবিত থাকবে। কিংবদন্তি।' অপর একজন এই গানেরই কথা উল্লেখ করে লেখেন, 'শায়েদ ফির ইস জনম মে মুলাকাত হো না হো' অর্থাৎ এই জন্মে আর হয়তো দেখা হবে না।

আর এক অনুরাগী লেখেন, 'আপনি কি কাঁদছেন ভাই?'

সুত্রঃ এবিপি আনন্দ

আরএমএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি