ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে, পৌঁছে গেছে নিমন্ত্রণপত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবসে সবাইকে চমকে দিয়ে অতিথিদের কাছে নিমন্ত্রণপত্র পাঠালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে করছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

তাদের ঘটকালি করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

নিমন্ত্রণপত্রের পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। সেই ভিডিও দেখে রীতিমতো হতবাক ফ্যানেরা। নিমন্ত্রণপত্রে লেখা,

'সবিনয় নিবেদন,

মহাশয় /মহাশয়া

বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে  আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। 

ইতি, 
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 
ঋতুপর্ণা সেনগুপ্ত '

আসলে এটা তাদের আগামী ছবির প্রথম প্রকাশ। অসংখ্য ছবিতে নায়ক নায়িকার চরিত্রে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম-সুচিত্রার পরে তাদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। 

একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে এই প্রথম অফস্ক্রিন জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মার আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। আদ্যপান্ত মজার এই ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই নতুন অভিনেতাকে। তবে শুধুই কি পর্দার বাইরে নাকি এই ছবিতে একসঙ্গে অভিনয়ও করবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে শুটিং। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি