ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২

হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলা আধুনিক গানের দিকপালরা আকাশের তারা হয়ে গেছেন অনেক আগেই

এবার সেই স্বর্ণযুগের শেষসন্ধ্যাপ্রদীপওনিভে গেল লাখো মানুষকে মায়াবী কণ্ঠের জাদুতে মুগ্ধ করে চলে গেলেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র যেমন সমৃদ্ধ হয়েছে উত্তম-সুচিত্রা জুটির কারণে তেমনি বাংলা গান, বিশেষ করে বাংলা আধুনিক এবং চলচ্চিত্রের গান পূর্ণতা পেয়েছে হেমন্ত-সন্ধ্যা বা মান্না-সন্ধ্যা জুটির কল্যাণে

ওপার বাংলার হলেও বাংলাদেশের সঙ্গীতপিপাসুদের কাছে সন্ধ্যা ছিলেন সমান জনপ্রিয়

গেয়েছেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন স্বাধীন বাংলার মাটিতে

আবিদুর রহমানের লেখা এবং সুধিন দাস গুপ্তের সঙ্গীতায়োজনে জাতির জনকের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সন্ধ্যা মুখোপাধ্যায় গাইলেনবঙ্গবন্ধু ফিরে এলে ১৯৭২ সালের ১০ জানুয়ারি গানটি প্রথম প্রচারিত হয় আকাশ বাণীতে

বাংলা মানুষের হৃদয়ে সেই গান আজও দোলা দেয়

গানটির কথা

বঙ্গবন্ধু ,

ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন

বাংলায় , তুমি আজ

ঘরে ঘরে এত খুশী তাই

কি ভালো তোমাকে বাসি আমরা

বলো কি করে বোঝাই

এদেশ কে বলো তুমি

বলো কেন এত ভালবাসলে

সাত কোটি মানুষের হৃদয়ের

এত কাছে কেন আসলে

এমন আপন আজ বাংলার

তুমি ছাড়া কেউ আর নাই

বলো কি করে বোঝাই

সারাটা জীবন তুমি

নিজে শুধু জেলে জেলে থাকলে

আর তব স্বপ্নের সুখি এক বাংলার

ছবি শুধু আঁকলে

তোমার নিজের সুখ সম্ভার

কিছু আর দেখলে না তাই ,

বলো কি করে বোঝাই

বঙ্গবন্ধু ,

ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন

বাংলায় , তুমি আজ

ঘরে ঘরে এত খুশী তাই

কি ভালো তোমাকে বাসি আমরা

বলো কি করে বোঝাই

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি