ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

একদিন আগে মারা গেলেন বাংলা গানের স্বর্ণযুগের শেষ তারকা সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার চলে গেলেন তাদেরই অনুজ প্রখ্যাত শিল্পী বাপ্পী লাহিড়ী।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ির। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান বাগি- ৩ এর জন্য।
সূত্র: আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি