ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গান চুরির অভিযোগ, বিদেশি অ্যালবামের স্থগিতাদেশ এনছিলেন বাপ্পী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাপ্পী লাহিড়ীর সুর দেওয়া বিখ্যাত গানের সঙ্গে মিল ছিল আন্তর্জাতিক স্তরের হিট হওয়া একটি গানের। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুরকার।

বিখ্যাত আন্তর্জাতিক ওই হিট অ্যালবামের বিক্রির উপর স্থগিতাদেশ এনেছিলেন বাপ্পী লাহিড়ী। তার অভিযোগ ছিল, বিনা অনুমতিতে তার গানের লাইন ব্যবহার করা হয়েছে ওই অ্যালবামের একটি গানে।

২০০২ সালে মুক্তি পায় আমেরিকার রিদম অ্যান্ড ব্লুজ খ্যাত গায়িকা ট্রুথ হার্টসের অ্যালবাম ‘ট্রুথফুলি স্পিকিং’। সেই অ্যালবামে ‘অ্যাডিকটিভ’ বলে একটি গান ছিল। সেটি নিয়েই সমস্যা।

বাপ্পী লাহিড়ীর সুরে লতা মঙ্গেশকর তার আগে গেয়েছিলেন জনপ্রিয় হিন্দি গান ‘থোড়া রেশম লাগতা হ্যায়’। সেই গানের সঙ্গে ‘অ্যাডিকটিভ’ গানটির মিল ছিল বলে অভিযোগ।

শুধু তাই নয়, বাপ্পীর অনুমতি না নিয়েই নাকি ‘অ্যাডিকটিভ’ গানের মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া গানটির একটি লাইন জুড়ে দেওয়া হয়।

‘ট্রুথফুলি স্পিকিং’ অ্যালবামটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ৬ লক্ষ কপি সিডি বিক্রি হয়ে গিয়েছিল এটির। তার পরেই আমেরিকার এক ফেডেরাল কোর্টের দ্বারস্থ হন বাপ্পী। যে মিউজিক কোম্পানি ওই সিডি প্রকাশ করেছিল, তাদের বিরুদ্ধেও আদালতে অভিযোগ জানান বাপ্পী।

এই অভিযোগের ভিত্তিতেই স্থগিতাদেশ বসে অ্যালবামটির বিক্রির উপর। পরে অবশ্য বাপ্পী লাহিড়ীকে স্বীকৃতি দেওয়া হয় এই গানটির জন্য।‘থোড়া রেশম লাগতা হ্যায়’ গানটি ‘জ্যোতি’ সিনেমায় গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই ছবির সুরকার ছিলেন বাপ্পী।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি