ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাপ্পীর কালজয়ী কিছু গান...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২২

থামল সুর তৈরির কাজ। বিদায় নিলেন ভারতের ডিস্কো সঙ্গীতের সুরস্রষ্টা। রেখে গেলেন অমর সৃষ্টি। কালজয়ী সেইসব গান।যার ছন্দে আজও পা মেলাতে বাধ্য সব বয়সী মানুষ। 

৬৯ বছরেই থামল সুর স্রষ্টার যাত্রা। মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পী। তার প্রয়াণে  শোকস্তব্ধ সঙ্গীতমহল। 

১৯৭৫ সালে হিন্দী ছবি 'জখমি' দিয়ে ক্যারিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দী ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপ্পী লাহিড়ী। 

একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।

২০২০ সালে তার শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। গায়কীর নিজস্বতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। জেনে নিন বাপ্পীর জনপ্রিয় কিছু গান। 

চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই

আশির দশকে বাংলা সিনেমার গানের ধারায় যেন বিপ্লব ঘটিয়েছিল এই গান। কিশোর কুমারের গাওয়া গানটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'অমর সঙ্গী' ছবিতে ব্যবহৃত হয়। গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। তারপর থেকে আজও পাড়ার মোড়ে মোড়ে লোকের মুখে মুখে ফেরে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই।

ফুল ফুটে ঝরে যায়

আশির দশকের আর এক অনবদ্য সৃষ্টি হল ফুল ফুটে ঝরে যায়। ১৯৭৮ সালে 'অন্তরালো ছবিতে এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেসময়। 

মঙ্গল দীপ জ্বেলে

বাংলা আধ্যাত্মিক গানের তালিকায় আজও প্রথম সারিতে রয়েছে মঙ্গল দীপ জ্বেলে। শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দীন শাহ অভিনীত 'প্রতিদান' ছবিতে এই গান যেন আলাদা মাত্রা যোগ করেছিল। ১৯৮৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। লতা মঙ্গেশকরের কন্ঠে এই গানেও সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী।

 বলছি তোমার কানে কানে

১৯৮৭ সালে মুক্তি পায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি আমার তুমি। সেই ছবিতে বলছি তোমার কানে কানে গানটির সুরকার ছিলেন বাপ্পী লাহিড়ী। এই গানের ফিমেল ভার্সন গেয়েছেন লতা মঙ্গেশকর। আর ভুয়েট ভার্সনের শিল্পী বাপ্পী লাহিড়ী এবং রেমা লাহিড়ী।

তখন তোমার একুশ বছর বোধহয়

গৌরিপ্রসন্ন মুখোপাধ্যায়ের লেখা তখন তোমার একুশ বছর বোধহয় গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। এই গানেও সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী। বাঙালির ঘরে ঘরে আজও এই গান বাজে হামেশাই।

এ আমার গুরুদক্ষিণা

১৯৮৭ সালে গুরুদক্ষিণা সিনেমার জন্য তৈরি হয় কিশোর কুমারের কণ্ঠে এই গান আজও মানুষের মুখে মুখে। 

ফুল কেন লাল হয়

 ‘গুরুদক্ষিণা’ ছবির আরও একটি গান আশির দশকের বাংলা সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে গিয়েছিল। ফুল কেন লাল হয়। গানটিতেও সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী। আশা ভোঁসলের কণ্ঠে এ গান বাংলা সঙ্গীতের অমর সৃষ্টি হয়ে রয়েছে।

ওই নীল পাখিটাকে

ওই নীল পাখিটাকে ধরে দাও না...১৯৮৪ সালের এ গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। 'দুজনে' ছবিতে মুক্তি পেয়েছিল গানটি। বাপ্পী লাহিড়ীর সুরে এই গান গেয়েছিলেন আশা ভোঁসলে।

গা ছমছম কী হয় হয়

আশা ভোঁসলের কন্ঠে গা ছম ছম কী হয় হয়… গানটি একসময় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল বাংলা গানের জগতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় অভিনীত 'দেবীবরণ' ছবিতে ছিল এই গান। ১৯৮৮ সালে গানটি মুক্তি পাওয়া মনমাতানো এই গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। 

জানো নাকি তুমি কোথায়

১৯৮০ সালের "অভিমান' ছবির জানো নাকি তুমি কোথায় গানটিও বাপ্পী লাহিড়ীর অন্যতম সেরা সৃষ্টি। গানটি গেয়েছেন আশা ভোঁসলে। মুক্তির পর এই গান বাংলার সঙ্গীতপ্রেমীদের মন কেড়েছিল এক নিমেষেই।

গোরি হ্যায় কলাইয়াঁ

অমিতাভ বচ্চন এবং জয়া প্রদা অভিনীত আজ কা অর্জুন-এ গোরি হ্যায় কলাইয়াঁ গানটি লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। সেই সময় তো বটেই। আজও একইভাবে জনপ্রিয় রয়ে গেছে গানটি। 

ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার

১৯৫৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ডান্সার ছবির এক কালজয়ী গান 'ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার'। মিঠুনের গলায় বাপ্পীর সেই গান এক অমর সৃষ্টি। সেই যুগে এই গানটি সুপার হিট হলেও আজও এই গানটি মানুষের মুখে মুখে।

প্যায়্যার কভি কম নেহি করনা

১৯৮৮ সালে মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর প্রেম প্রতিজ্ঞা ছবিতে আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে এই গানটি গেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। তার কন্ঠের জাদু মোহিত করেছিল সঙ্গীজগতকে। রোমান্টিক গানগুলির মধ্যে এটি অন্যতম। 

তম্মা তম্মা

১৯৮৯ সালে  মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি থানেদারের তম্মা তম্মা গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। অনুরাধা পডওয়ালের গানের সঙ্গে এই গানটি গেয়েছেন বাপ্পী লাহিড়ী। 

উ লা লা

২০১১ তে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত ডার্টি পিকচারের উ লা লা- গানটি সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। শ্রেয়া ঘোষালের সঙ্গে এই গানটি গেয়েছিলেন ডিস্কো কিং।

তুনে মারি এন্ট্রিয়াঁ

প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুরের চলচ্চিত্র গুণ্ডে ছবির তুনে মারি এন্ট্রিয়াঁ গানে মজেছিল গোটা ভারত। যার রেশ ছিল বাংলাদেশেও। নীতি মোহন এবং বিশাল দাদলানির সঙ্গে এই গানটি গেয়েছেন বাপ্পী। 

তম্মা তম্মা এগেইন

আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া ছবির তম্মা তম্মা এগেইন গানটিতে অনুরাধা পডওয়াল এবং বাদশার সঙ্গে গেয়েছিলেন বাপ্পী। 

ভঙ্কাস 

২০২০ সালে তার শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য 'ভঙ্কাস'। গায়কীর নিজস্বতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি