ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

প্রতারণার শিকার সানি লিওন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। এবারে আর্থিক জালিয়াতির শিকার হয়েছেন তিনি। বিষয়টি টুইট করে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সানি জানান, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দুই হাজার টাকা ঋণ নিয়েছেন। একটি আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো সাহায্য পাননি তিনি।

তবে পরক্ষণেই টুইটটি মুছে ফেলেন তিনি। কারণ তার সমস্যার সমাধান হয়েছে। নায়িকার পোস্ট দেখে তার সাহায্যে এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা।

সমাধান মিলতেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সানি লেখেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একইভাবে সাহায্য করবেন।’

এদিকে সানি লিওনের সেই পোস্টে এক ব্যক্তি জানিয়েছেন, তিনিও একই সমস্যার সম্মুখীন। আর তাই তাকেও সাহায্যের জন্য অনুরোধ করেছেন নায়িকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি