ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লম্বা চুল, সাদা দাড়িতে শাহরুখের ‘নতুন লুক’ ভাইরাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২২

শাহরুখ খান

শাহরুখ খান

Ekushey Television Ltd.

তাকে দেখলে আজও থমকে যায় যে কোনো অষ্টাদশী তরুণীর হৃদয়ের স্পন্দন! বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ খ্যাত তিনি। কাশ্মীর থেকে কন্যা কুমারী, তাঁর একনিষ্ঠ ভক্তের সংখ্যা অগণিত। 

বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথা। শনিবার সামাজিক মাধ্যমে আচমকাই ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের একটি ছবি। যেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে অন্যরকম দেখা গেল ডনকে, পরনে ছিল কালো ট্যাক্সিডো। 

এই ছবি দেখে তো ধন্য ধন্য রব উঠে গেল। ৫৫ পার করেও গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে শাহরুখের। অনেকেই ভেবে বসেন এটি তাঁর আসন্ন ছবি ‘পাঠান’-এর লুক। কিংবা নতুন কোনো ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট সেরেছেন কিং খান! 

তবে আশ্চর্যের বিষয় হল- কোনোটাই সত্যি নয়! হ্যাঁ, আদতে শাহরুখ খানের এই ছবিটি টেকনোলজির কারসাজিতে তৈরি করা হয়েছে। ডাব্বু রতনানির একটি পুরোনো ফটোশ্যুটের ছবিকে নতুন রূপ দিয়েছেন শাহরুখের কোনও এক ভক্ত, ফটোশপের মাধ্যমে। ছয় বছর আগে ২০১৭ সালে সেই ফটোশ্যুট সেরেছিলেন শাহরুখ খান।

ছয় বছর পুরনো সেই ছবি শনিবার নতুন করে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে সাত-পাঁচ না ভেবে অনেকেই ছবিটা আসল মেনে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

কেউ লিখেছেন, ‘বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দেন শাহরুখ’। অনেকে লিখেছেন, ‘নতুন অবতারে দারুণ লাগছে শাহরুখকে’। 

অবশ্য শাহরুখ খানের অরিজিন্যাল লুকও যে আজকাল প্রায় একইরকম। বর্তমানে লম্বা চুল রেখেছেন শাহরুখ খান। আর সেই কারণে হামেশাই টুপির ভিতর নিজের চুল লুকিয়ে রাখছেন বাদশা। পাঠানের লুক কোনোভাবেই প্রকাশ্যে আনতে চান না তিনি। সর্বশেষ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রকাশ্যে দেখা যায় শাহরুখ খানকে। সেখানে চুলে ঝুঁটি বেঁধেছিলেন শাহরুখ। 

২০১৮ সালের ডিসেম্বরে বক্স অফিসে মুক্তি পায় শাহরুখ অভিনীত ছবি ‘জিরো’। সাড়ে তিন বছর সময় ধরে রুপালী পর্দা থেকে গায়েব হন কিং খান। গত বছরের শেষে ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেন তিনি। 

তবে গত বছর অক্টোবরে ছেলে আরিয়ান খানের নাম মাদক বিতর্কে জড়ালে সংবাদ শিরোনামে উঠে আসেন শাহরুখ খান। যদিও সব বিতর্ককে পিছনে ফেলে এখন ধীরে ধীরে ছন্দে ফিরে আসছে খান পরিবার। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি