ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইনস ডে’, কেন বললেন শুভশ্রী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সপ্তাহ খানেক আগেই ছিল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার এই দিনটিকে ভালোবেসেই উদযাপন করেছেন যুগলরা। ব্যতিক্রম টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টালিউড ডিভার ভ্যালেন্টাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি নয়, বরং ২১ ফেব্রুয়ারি। কেন?

কারণ এ দিনেই জন্ম তার মনের মানুষের। সোমবারই জীবনের নতুন বছরে পা রাখলেন রাজ চক্রবর্তী। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন’স ডে হিসেবে উল্লেখ করলেন অভিনেত্রী। 

এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইন’স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি। 

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। সেবছরই ১১ মে বিয়ে সারেন। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি।

২০২০ সালে জন্ম হয় ছেলে যুবানের। তারপর  ভোটে জিতে বিধায়কও হন রাজ। বিয়ের তিন বছর পূর্ণ রয়েছে গত বছর। অতিমারী পরিস্থিতিতে তেমন কোনও সেলিব্রেশন করেননি রাজ-শুভশ্রী। কিন্তু ভালবাসা অটুট রয়েছে দুই তারকার মধ্যেই।

তাই ভালবাসার মানুষটির জন্মদিনটি অভিনেত্রীর কাছে ভ্যালেন্টাইন’স ডে। টালিউড পরিচালক তথা বারাকপুরের বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন মনামী ঘোষ, দেবলীনা কুমারের মতো তারকারা। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি